আজ মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরায় সফলভাবে শেষ হলো সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৫’।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।তিনি বিজয়ী স্টলসহ অংশগ্রহণকারী সব নার্সারিকে সনদপত্র ও পুরস্কার প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং যশোর অঞ্চলের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার,সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ, সাতক্ষীরা জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিনও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহ জোগাতে কার্যকর ভূমিকা রাখে।

সমাপনী দিনে অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে সেরা পুরষ্কার পায় সাতক্ষীরা নার্সারী। ২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে “আল্লাহর দান নার্সারি ” ও “সাঈদ নার্সারি”।
অংশগ্রহণকারী সব স্টলকে সনদ প্রদান করা হয়।

Exit mobile version