আজ বুধবার, আগস্ট ২৭, ২০২৫ খ্রিস্টাব্দ

নৈতিক স্খলনের দায়ে চাকরিচ্যুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছাত্র-জনতার আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতকে ১০ দিনের রিমান্ড আবেদন করে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে সাভারের ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনি সাভার মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল।

সম্প্রতি পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয় এবং গত রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আজ দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে নৈতিক স্খলনের দায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে চাকরিচ্যুত করে। মাহমুদুর রহমান জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন শিক্ষক থাকাকালীন সময়ে।

Exit mobile version