আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কমিশনের বৈঠকে ভোটের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই তা প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে বা কী কী বিষয় থাকবে তা পরবর্তী সময়ে জানানো হবে।

 

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রবাসী ভোটের পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সকলকে জানানো হবে। এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন। সেই আবেদনগুলোর যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।

Exit mobile version