লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জেলের মধ্যে একজন মারা গেছেন। শনিবার (৯ আগস্ট) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন। তিনদিন ধরে জাতীয় বার্নে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এছাড়া দগ্ধ বাকি তিনজন— ফারুক হোসেন, আবুল খায়ের ও গনি খাঁ’র অবস্থায়ও আশঙ্কাজনক।
এর আগে, গত বৃহস্পতিবার সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। দগ্ধ হন নৌকায় থাকা ৪ জেলে।