আজ রবিবার, আগস্ট ১০, ২০২৫ খ্রিস্টাব্দ

মতিউর রহমান, তালা ( সাতক্ষীরা): গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় পাটকেলঘাটা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আঃ মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াছীন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের পাটকেলঘাটা প্রতিনিধি সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, সহ-সভাপতি প্রভাষক নাজমুল হক, প্রতিদিনের কাগজের জেলা সংবাদদাতা মোঃ ইদ্রিস আলী, মোহনা টেলিভিশনের আব্দুল মতিন, সহ: সাধারন সম্পাদক শাহীন আলম, একুশের সংবাদের জেলা প্রতিনিধি সানজিদুল হক ইমন,প্রেসক্লাবের অর্থ সম্পাদক খান আতাউর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পেশাজীবি বিভাগের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন হাফেজ শাহ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মখফুর রহমান জান্টু,মজিবর রহমান,আবু হোসেন,আল মামুন,মনিরুজ্জামান মনি,নব কুমার দে, এম এম জামান মনি, খাইরুল আলম সবুজ, নাজমুল হাসান মিঠু, বিশ্বজিৎ চক্রবর্তী, শাহীন বিশ্বাস, গোলাম রব্বানী, আক্তারুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিও ধারণের অপরাধে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।
বক্তারা আরো বলেন, খুনিরা ভেবেছে ভয় দেখিয়ে আমাদের কলম থামিয়ে দেবে—আমরা তাদের বলে দিতে চাই, কলমের শক্তি কখনো রক্তে ডুবিয়ে মুছে ফেলা যায় না।
আমরা নত হব না, থামব না, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।
তোমারা যতই রক্ত ঝরাওনা কেনো অন্যায়,দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কলম চলবেই। কোনো শক্তিই আমাদের থামাতে পারবেনা।
আজকের এই মানববন্ধন থেকে আমরা শপথ নিই—
আমরা এক হব, আমরা সোচ্চার হব, আমরা ন্যায়বিচার আদায় করবই।

Exit mobile version