আজ রবিবার, আগস্ট ১০, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,”আগামী জাতীয় নির্বাচনে যুবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এ সময় তিনি আরো বলেন, ইসলামের ইতিহাস বলে যুগে যুবকদের ভূমিকাই বেশী বদর, ওহুদ ও খন্দক যুদ্ধে যুকদের মাধ্যমে বিজয়ের পথ সুগাম হয়েছিল,।

সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসাইন, নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলু, টিম সদস্য প্রভাষক মোক্তারুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান প্রমুখ।

Exit mobile version