আজ শনিবার, আগস্ট ৯, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি : নং১১৫৫) ও ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: নং১১৫৯) এর নব নির্বাচিত কার্য্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ আগস্ট) বিকালে নির্বাচন কমিশন এর আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ও ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।

এ সময় বক্তব্য রাখেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো: হাবিবুর রহমান হবি , ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: আবু হাসান, সাধারণ সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার আবু মুসা, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আসাদুর রহমান ,ভোমরা সি এন্ড এফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশন সভাপতি ও সহকারী নির্বাচন কমিশনার পরিতোষ ঘোষ , ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো: রেজাউল ইসলাম, ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টু, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক মো: নিজামউদ্দিন নিজাম প্রমুখ।
উল্লেখ্য,গত ২ আগস্ট উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে নির্বাচিত হন সভাপতি মোঃ এরশাদ আলী, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম,কোষাধ্যক্ষ পদে আল আমিন হোসেন, প্রচার সম্পাদক সেলিম মোল্যা, দপ্তর সম্পাদক মোঃ ইয়াছিন আলী, সমাজকল্যাণ সম্পাদক আমির হামজা,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোঃ আলাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আল আমিন, মোঃ হযরত আলী মৃধা, মনিরুল ইসলাম । অপরদিকে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হারান চন্দ্র ঘোষ, সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ তুহিন, সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশিদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজ মোল্যা, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শওকত আলী, কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মুনছুর আলী গাজী, দপ্তর সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান,মোঃ রাকিবুল হাসান হারুন, মোঃ আঃ সাত্তার পটো বিজয়ী হয়।

Exit mobile version