আজ শনিবার, আগস্ট ৯, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগররের আহবায়ক জনাব এস.এম আসলামকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক গত ০৭.০৮.২০২৫ইং তারিখ অন্যায়ভাবে আটকাদেশ দেয় এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নানা সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। আমরা এহেন অন্যায়ভাবে একজন শ্রমিক নেতাকে মিথ্যা অপবাদে, হেনস্তা, অপমান এবং অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে রেহাই দিয়ে তার আটাকাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনাব আসলামের মুক্তির জন্য ট্যাংকলরী শ্রমিকরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে।

Exit mobile version