
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেছেন,“শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়। ছাত্রশিবির সব সময়ই তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সচেষ্ট।”
শনিবার(৯ আগস্ট ) বেলা ১১টা ৩০ মিনিটে, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার জমকালো ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর এইচআরডি সম্পাদক আল রাজীব এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।
চার দলীয় এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় আলিয়া মাদ্রাসা ও ঘুডডেরডাঙ্গী ওয়ার্ড। এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আলিয়া মাদ্রাসা ওয়ার্ড দল ৩-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়।
উক্ত ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হাফেজ জাবের হোসেন।