আজ বুধবার, আগস্ট ২৭, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ার স্পেস বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিমানবাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমোডর মো. মিজানুর রহমান এ তথ্য জানান। মিজানুর রহমান বলেন, ঘটনার দিন বাংলাদেশ বিমানবাহিনী উদ্ধারকাজে অংশগ্রহণ করে এবং একইদিনে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তকাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে। মাইলস্টোন ট্র্যাজেডি: যে কারণে মৃতের সংখ্যা কমলো
তিনি বলেন, বিমানবাহিনী প্রধান দুর্ঘটনার পরদিন এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন। পরে বিমানবাহিনী প্রধানের দিকনির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের জন্য গত ২১ জুলাই একজন এয়ার কমোডর পদবির কর্মকর্তার নেতৃত্বে ‘জরুরি সহায়তা কেন্দ্র’ গঠন করা হয়।

জরুরি সহায়তা কেন্দ্র থেকে আহতদের চিকিৎসা, আহতদের অবস্থান ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য, নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ, নিহতদের দাফন ও সৎকার কার্যক্রম সমন্বয়, হাসপাতালে রক্তদাতা প্রেরণ এবং সংগ্রহে সহায়তা এবং যে কোনো জরুরি তথ্য, পরামর্শ ইত্যাদি সহায়তায় কাজ করে যাচ্ছে। এয়ার কমোডর মিজানুর রহমান বলেন, হতাহতদের সর্বাত্মক সহযোগিতা করবে বিমানবাহিনী। যতদিন প্রয়োজন হয় ততদিন সব ধরনের সহযোগিতা করা হবে।

 

Exit mobile version