আজ বুধবার, আগস্ট ২৭, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতের দিকে তারা ঢাকায় পৌঁছান বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।

ঢাকায় পৌঁছানোর পর তাদেরকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বাগত জানান। এছাড়া সিং হেলথের জ্যেষ্ঠ চিকিৎসক বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান আজ বুধবার ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে গতকাল মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে সংবাদ সম্মেলনে এসে হাসপাতালের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল এস এম সোলায়মান বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে থেকে চিকিৎসা কার্যক্রম চালাবেন। এ কারণে সিএমএইচ থেকে দুই রোগীকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ এদিন জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও সিঙ্গাপুর থেকে চিকিৎসক আসার খবর দেন।  তিনি বলেন, ‘যা প্রয়োজন তাই করা হবে। যতোজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততোজনকে নিয়ে যাওয়া হবে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

Exit mobile version