মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেট এখন পর্যন্ত (দুপুর ১টা) তালাবদ্ধই আছে। কোনো শিক্ষক-শিক্ষার্থী, এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। কলেজ চত্বরে ছাত্রদের কোনো কর্মসূচি নেই আজ। পুরো ক্যাম্পাস ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান রয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল থেকে কলেজের সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। কলেজের গেট সকাল থেকেই বন্ধ। বাইরে অবস্থান করছেন নানা বয়সী বহু মানুষ। তারা কেউ গেটের ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখার চেষ্টা করছেন, কেউ শিক্ষক-শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানার চেষ্টা করছেন। কলেজের ভেতরে অবস্থান করছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পাশাপাশি কলেজের নিরাপত্তাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
গেটের সামনে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতার চোখে-মুখে এখনো শোক ও উদ্বেগের ছাপ। কিছু অভিভাবক আজও এসেছেন, একে অপরের সঙ্গে শোক শেয়ার করছেন তারা। এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও মধ্যেও এখনো শোকের আবহ।
কেউ কেউ কৌশলে কলেজের ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিছু মানুষ ধাক্কাধাক্কিও করেন। কেউ কেউ সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকতে চান। কিন্তু কারো চেষ্টাই সফল হয়নি। ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের বহু সাংবাদিক দাঁড়িয়ে আছেন গেটের সামনে। যার যার নিজের পন্থায় তথ্য নেওয়ার চেষ্টা করছেন তারা।