আজ শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫ খ্রিস্টাব্দ

কোভিড নিয়ে আতঙ্কিত হবার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

সোমবার (১৬ জুন) রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, এরইমধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ঢাকা ও চট্টগ্রামে দু’টি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে অন্যান্য হাসপাতালেও বিশেষ ইউনিট তৈরি করা হবে।

তিনি বলেন, বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের দক্ষিণাঞ্চলে বেড়ে যাওয়া ডেঙ্গু মোকাবেলায় গুরুত্বের সাথে কাজ করা হচ্ছে।

এসময় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

Exit mobile version