নারায়ণগঞ্জ প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর বানানোর কাজ চলছে। সেটা স্বৈরাচারের ঠিকানা। তারা মানুষকে নির্যাতন ও নিপীড়ন করতো। আমরা এ ঠিকানাকে সংরক্ষণ করতে চাই।”
সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ নতুন সড়কের পাশে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “এই সরকারের শাসন আমলেই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে।”
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত বৈষম্যবিরোধী দেশ পেয়েছি। শুধু সম্মান দিয়েই শেষ নয়, স্বৈরাচার ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।”
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, নারায়নগঞ্জের জেলা প্রশাসক জাহিদুর ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এর আগে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শহীদদের প্রতি শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। তারা শহীদ পরিবার ও আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন।