আজ মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রীক অনুমোদনহীন জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১ টা থেকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার পদ্মা ও মেঘনা ডিপোর আশেপাশের ছয়টি স্থানে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫০ লিটার অকটেন, আনুমানিক ১ হাজার ৮০ লিটার ডিজেল, ৬০০ লিটার ফার্নেস অয়েল ও একটি নকল রশিদ বই জব্দ করা হয়। এছাড়া চারটি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়, হাছিবুর রহমান, মনিজা খাতুন ও সিমন সরকার এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুল হুদা ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।

এ সময় র‍্যাব-১১, বিজিবি ও জেলা পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় বলেন, “অনুমতিহীন কিছু প্রতিষ্ঠানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। সেসব প্রতিষ্ঠান থেকে অবৈধ তেল জব্দ করে জরিমানা করা হয়েছে। আমরা আরও দেখতে পেয়েছি, আমাদের অভিযান শুনে কিছু দোকান আগেই বন্ধ করে দেয়। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অবৈধ জ্বালানি ব্যবসা রোধে এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Exit mobile version