আজ মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছে, কাতার মার্কিন আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, যা জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী বৈধ প্রতিক্রিয়া অনুসরণ করে বলে দাবি করেন তিনি। খবর আলজাজিরার।

আজ মঙ্গলবার (২৪ জুন) সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ইসমাইল বাঘাই লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উসকানিমূলক আগ্রাসনের জবাব এই হামলা ছিল যা ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল।

তিনি জানান, গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল — যার জবাবেই এই পাল্টা আঘাত।

বাঘাই আরও বলেন, ইরান তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে মূল্য দেয় এবং সতর্ক করে দেন যে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।

Exit mobile version