আজ শনিবার, মে ১০, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিপার্টমেন্ট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যোগে বিজনেস ক্লাবের অধিনে অদ্য ১০ মে ২০২৫ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদপুর ক্যাম্পাসে দিনব্যাপী তিনটি সেগমেন্টে টেলেন্ট কার্নিভাল, ডিসকভার এ লিডার ইন ইউ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সচিব জনাব মোহাম্মদ নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আবু কামাল মোঃ মাহবুবুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব শাহ নুরুন্নবী, জনাব শরিফ এইচ চৌধুরী, ম্যানেজিং ডাইরেক্টও, হ্যাপি হোমস লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিপলস ইউনিভার্সির ডিপার্টমেন্ট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন এর সম্মানিত চেয়ারম্যান সুমা আক্তার। অপরাহ্নে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পারফর্ম করেন বিশ্ববিদ্যলয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন এর ছাত্র-ছাত্রীবৃন্দ।

Exit mobile version