আজ শুক্রবার, মে ৯, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অডিওটি ভাইরাল হয়।
অডিওতে শোনা গেছে, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণকে বলতে শোনা যায়, ‘তোমরা কি আমারে পাগল মনে করছো, নাকি আমি ছাগল। নাকি আমি কচুরী যেদিকেই ভাটা যায় সেদিকেই তোমরা আমাকে পাগলের লাগানি বেচা কিনা করবা। তোমারে আমি বলছি, সকালে ১ লাখ টাকা নিয়ে আসো। কিন্তু তুমি আসলা না, বললা তোমার কাছে টাকা নাই। আমার কিন্তু মাথা গরম হইলে তোর বাবারে বেড় কইরা টাকা নিমু। তোর কাছ থেকে আর নিতাম না। তুই আমারে কেন বলছোস ১ লাখ টাকা দিবি তুই সকালে বেশি কথা না বইলা টাকা নিয়া আয়। না হইলে তোর গাড়ি আমার কাছে বন্দক রাখ। আমার বেশি কথা বলতে ইচ্ছা করতাছে না। তুই সকালে সুন্দর মতো টাকা নিয়া আয়। পরে তোর বাবারে থেকে বেড় কইরা পরে টাকা নিমু। তুই ম্যানেজ কইরা ১ লাখ নিয়া আয় তোর হিসাব শেষ পরে তোর বাবার থেকে আমি টাকা নিমু।’ পরে হিরণের কাছ ফোন নিয়ে আরেকজনকে বলেন, তুই কালকে ১ লাখ টাকা নিয়া আয় বাকিরা ভাইয়ে দেখতাছে। তোরে তো আল্লাহ কম দেয় নাই। সকাল ৮টা বা ৯টার দিকে টাকা রেডি রাখিস আমি আইসা নিয়া যামুনে।
এভাবেই অডিও রেকডিং এ ধামগড় ইউনিয়ন পরিষদের মেম্বার সফুরউদ্দিনের ছেলে হুঙ্কার ও ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। সফুরউদ্দিন মেম্বার বৈষম্যবিরোধী ছাত্র হত্যার আসামি। তিনি দীর্ঘদিন ধরে জেল হাজতে রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামীলীগ নেতা সফুরউদ্দিনের পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে এবং আসামিকে জামিনে বের করে আনবে।
এছাড়াও মামলা থেকে নাম বাদ দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা-ঘর বাড়িতে আগুন দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া, উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে ইট-ভাটা নিয়ন্ত্রণ, স্ট্যান্ড, ফুটপাত, বাস কাউন্টার, গার্মেন্টসের ঝুট, বিভিন্ন সমবায় সমিতি, রাস্তাসহ বিভিন্ন টেন্ডার, জমি দখলসহ বহু অভিযোগ ইতিমধ্যে তার বিরুদ্ধে থাকলে ও মহানগর বিএনপির তার বিরুদ্ধে এখনো কোন এক্যাশন না নেওয়ায় ক্ষুদ্ধ বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।
টাকা চাওয়ার অডিও রেকর্ডটির বিষয়ে বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরণ জানান, আমি কিসের টাকা চাইছি, আমি কোন টাকা চাইনি। এটি এডিট করা হয়েছে।

Exit mobile version