আজ বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা প্রশাসক (ডিসি) সেজে সরকারি চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে সাইদুর রহমান ওরফে বিপ্লব (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহায়তায় লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

আটক সাইদুর লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের ময়েদ আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় সরকারি বড় কর্মকর্তা সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার সহযোগীদের নিয়ে তিনি কখনও জেলা প্রশাসক বা পুলিশ সুপার সাজতেন। এভাবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমন অভিযোগসহ নানা প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি সেলিম মালিক বলেন, সাইদুর রহমানের নামে ঢাকা, শরীয়তপুর, রাজশাহী, গাইবান্ধা, গাজীপুর, শেরপুর ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় ৮টি প্রতারণা ও একটি নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

Exit mobile version