আজ বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ খ্রিস্টাব্দ

১ হাজার ৮৪ কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পোটনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (৭ মে) সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অন্য আসামিরা হলেন, মেসার্স পোটন ট্রেডার্সের মহাপরিচালক মো. শাহাদত হোসেন, মহাব্যবস্থাপক মো. নাজমুল আলম বাদল, উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন ও খুলনার নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।

মামলায় সূত্রে জানা গেছে, পোটন ট্রেডার্সের মাধ্যমে ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন এমওপি, টিএসপি ও ডিএপি সার আমদানি করা হয়। পরে এই সার সরবরাহ না করে আসামিরা আত্মসাত করেছে বলে অভিযোগ আনা হয়েছে। মামলায় সারের বাজারমূল্য প্রায় এক হাজার ৮৪ কোটি টাকা বলেও উল্লেখ করা হয়।

Exit mobile version