ভোলায় হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ মো. মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এ সময় তার কাছ থেকে ৬ টি হাতবোমা ও ৫ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রসিদ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মাইনুদ্দিন মোল্লা ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চরশিফলী গ্রামের মো. শাজাহান মোল্লার ছেলে এবং চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১ টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশ সদস্যরা চরসাইয়া ইউনিয়নের চরশিফলী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. মাইনুদ্দিন মোল্লার বাড়িতে তল্লাশি করে ৬ টি হাতবোমা ও ৫ টি দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।