পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত আমিনুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে, ফতুল্লা শিহাচর এলাকার নূর মসজিদের কাছে একটি পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে আনুমানিক ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যাক্তির নাম আমিনুল ইসলাম (৫৮)। সে রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এনায়েত নগরের হাজী কাদির বেপারীর বাড়িতে পরিবারের সাথে বসবাস করতেন। এছাড়া তিনি ব্যাটারিচালিত মিশুক গাড়ির চালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম নিজের মিশুক গাড়ি চালাতেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তার বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। বেলা বাড়তে থাকলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন, ফতুল্লা থানার পশ্চিম শিয়াচর নুর মসজিদের কাছে একটি ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে গিয়ে আনোয়ার হোসেন তার বাবার লাশ শনাক্ত করেন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ড্রেন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা আমিনুল ইসলামকে হত্যা করে তার মিশুক গাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছিনতাইয়ের পর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।