আজ শনিবার, মে ৩, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীর শিবপুর উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার সোনাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা শিশুরা হলো, শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (০৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সোহা ও হাবিবা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।

Exit mobile version