আজ শনিবার, মে ৩, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (এনএসএ) দায়িত্ব পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক মুহাম্মদ আসিম মালিক।

বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে আইএসআই প্রধান হিসেবে দায়িত্ব নেয়া মালিক এবার দেশের ১০ম এনএসএ হলেন। এবারই প্রথম কোনো আইএসআই প্রধানকে এই পদে নিয়োগ দেয়া হলো।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন। তিনি এনএসএ’র অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা। এর মাঝেই পাকিস্তান প্রশাসনের এমন সিদ্ধান্ত বড় কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা, তা স্পষ্ট নয় এখনও।

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তিকে একইসঙ্গে নিরাপত্তা সংস্থার দুটি পদে ক্ষমতাসীন রাখার সিদ্ধান্ত নিলো প্রশাসন।

Exit mobile version