
প্রেস বিজ্ঞপ্তি: আজ পহেলা মে। মহান মে দিবস ও আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দিবসটি পালিত হয়।১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো দিবসটি বাংলাদেশেও পালিত হচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।
তিনি মে দিবস ও আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সারাবিশ্বের সকল শ্রমজীবি শ্রমিকদের।এক বিবৃতিতে সাগর বলেন,মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। শ্রমিকদের ন্যায় অধিকার আট ঘন্টা কাজের দাবিতে আদায় করতে যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানাচ্ছি। আপনাদের শ্রমের বিনিময়ে উন্নত ও সমৃদ্ধি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে আপনাদের সকলের শ্রমের বিকল্প নেই।