আজ বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজ’-এর সামনে তরুণীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির দুইজন কর্মচারীকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসান এই আদেশ দেন।

তারা হলেন, প্রতিষ্ঠানটির ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

এর আগে, গতকাল সোমবার (১৪ এপ্রিল) ওই দুই কর্মীকে আটক করে রামপুরা থানা পুলিশ। পরে নারীর প্রতি সহিংসতার অপরাধে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। তবে ভুক্তভোগী তরুণীকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গতকাল সোমবার তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়– আপন কফি হাউজের সামনে একজন তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে আঘাত করেন এক কর্মচারী।

এদিকে, ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকেই ঘটনার সমালোচনা করেছেন। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও করেন তারা।

Exit mobile version