আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

মানুষের বদলে ব্যাংকিংয়ের কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর সেকারণে চাকরি হারাতে হচ্ছে ৪ হাজার কর্মীকে। সিঙ্গাপুরের সবচেয়ে বড় ব্যাংক ডিবিএস নিয়েছে এমন পদক্ষেপ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ব্যাংকটির দাবি, মানুষের চেয়ে দ্রুত ও নির্ভুল কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেকারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ৩ বছরের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য ব্যাংকটির। তবে এতে স্থায়ী কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে না বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের।

এক কর্মকর্তা জানান, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের পরিবর্তে এআই ব্যবহার করবে তারা। বর্তমানে তাদের প্রতিষ্ঠানে এমন প্রায় ১৭ হাজার কর্মী রয়েছে। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া এআই ভিত্তিক নতুন এক হাজার পদ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে ডিবিএস ব্যাংকের।

Exit mobile version