
নারায়ণগঞ্জে এক ওসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করেন। তবে কী কারণে ক্লোজড করা হয়েছে সেটা জানা যায়নি।
তারা হলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) সেলিম।
পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, চাকরির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদের ক্লোজড করা হয়েছে। এর পিছনে কোনো কারণ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পুলিশের পদায়ন, ক্লোজড, পদাবনতি হয়ে থাকে। তারা বর্তমানে ঢাকা রেঞ্জে যুক্ত রয়েছে।

