
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হিন্দুধর্মালম্বীদের গাবতলী শ্মশানের কমিটি নিয়ে দীর্ঘ দীনের বিরোধ নিষ্পত্তি করার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ এসপি(খ-সার্কেল)মো.ইমরান আহম্মেদ। ৯ নভেম্বর সকালে উপজেলা জামপুর ইউনিয়নের পাকুন্ডা গাবতলী হিন্দুধর্মালম্বীদের গাবতলী শ্মশান কমিটি নিয়ে দীর্ঘ দীনের বিরোধ শান্ত করে নিষ্পত্তি করার আশ্বাস দিলেন,নারায়ণগঞ্জ এসপি(খ-সার্কেল)মো.ইমরান আহম্মেদ। গাবতলী শ্মশান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান,তালতালা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মেদ হক,ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো.ইব্রাহিম মিয়া,ইউপি সদস্য মো.বদরুজ্জামান মোল্লা,ইউপি সদস্য মো.নাসির উদ্দিন,বালিয়াপাড়া শ্মশান কমিটির সদস্য রতন,পাকুন্ডা ১নং ওয়ার্ডের ইউপি মো.নুর-এ আলম শাহিন প্রমূখ।এসপি(খ-সার্কেল)মো.ইমরান আহম্মেদ বতর্মান শ্মশান কমিটির লোকজনের দীর্ঘ দীনের বিরোধ শান্ত রাখার পরামর্শ দেন এবং সকলের উপস্থিতিতে তিনি জানান,আগামী ২রা ডিসেম্বর এই শ্মশানে পূজা অনুষ্ঠিত হবে শান্ত পরিবেশে যাতে পূজা অর্জন করতে এবং তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেন সকলকে নিয়ে পূজা কমিটি গঠন করতে। তিনি আরো বলেন,আগামী ৮ ডিসেম্বর সকলকে নিয়ে একটি শান্তিপূর্ণ নতুন কমিটি করে দেওয়ার আশ্বাস দেন। এসময় ৭টি গ্রামের হিন্দু মুসলিম দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

