
তালা,সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরার তালা উপজেলার ব্যস্ততম সড়কগুলোর একটি তালা মহিলা কলেজ রোড এখন চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। প্রায় ১ কিলোমিটারজুড়ে রাস্তাটিতে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি দিয়ে তালা সদর ইউনিয়ন পরিষদ, শহীদ কামেল মডেল হাই স্কুল, পল্লী বিদ্যুৎ অফিস, আল-আমীন প্রি ক্যাডেট স্কুল, তালা মহিলা কলেজ, তালা আলিয়া মাদ্রাসা, এতিমখানা, তালা উপজেলা মৎস্য খামার, এবং তালা মহিলা মাদ্রাসাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করে প্রতিদিন হাজারো মানুষ।
তিন থেকে চার গ্রামের সাধারণ মানুষ এই রাস্তাটি ব্যবহার করে জীবিকা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু রাস্তার এমন নাজুক অবস্থার কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, “প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, কিন্তু দেখার কেউ নেই।”
এলাকাবাসীর দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে দিতে হবে। না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে জানতে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

