
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধানডাঙ্গা গ্রামের অসুস্থ মহাসীন হোসেনের খোঁজখবর নিতে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ তাঁর বাসায় যান।খোঁজখবর নেওয়ার পর নেতৃবৃন্দ তার সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল রহমান,ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা ওসমান গণি,০৮ নং ওয়ার্ড সভাপতি এবাদুল ইসলাম, বাঁধানডাঙ্গা জামে মসজিদের ইমাম হাফেজ শাহিদুজ্জামান,প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় যশোরের হামিদপুর মাছের ঘেরে দায়িত্ব পালনকালে মহাসীন হোসেনকে চপার দিয়ে কুপানো হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত সৃষ্টি হয় এবং পরে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মহাসীন হোসেনের মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে।

