
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‘ই-বেইলবন্ড প্রবর্তন ন্যায়বিচারে সহজগম্যতা’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জে ই-বেইলবন্ড উদ্বোধন অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতের বিচারকেরা নিম্ন আদালতে ইন্সপেকশনে যান, আদালত ঠিকমত চলছে কি না দেখতে। তখন এটা এক রকম আনন্দ ভ্রমণে পরিণত হয়। বগুড়ায় এক জায়গায় ইন্সপেকশনে দুই লাখের অধিক টাকা খাবারের বিল দিতে হয়েছে, এই টাকা দিয়েছেন নিম্ন আদালতের গরিব বিচারকরা।
১৫ অক্টোবর বুধবার বিকেল পৌনে ৪ টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসিফ নজরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা নারায়ণগঞ্জকে অনেক নির্যাতন জেলা হিসেবে জানতাম। এখানে একজন গডফাদার ছিলো। এই জেলায় অনেক নির্যাতন নিপরীত হতো মানুষ। আমরা চাই এই জেলাকে নির্যাতন এর জেলা থেকে মুক্তি দিতে।নির্যাতনের জায়গা থেকে ন্যায়বিচারের দিকে নিয়ে যাওয়ার জন্য ই-বেইলবন্ডের উদ্বোধন নারায়ণগঞ্জ থেকে শুরু হলো।
ফৌজদারি ও দেওয়ানী কার্যবিধি সংস্কারের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আমরা অনেক কাজ করেছি। সময় বাঁচানোর জন্য ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। ফৌজদারি কার্যবিধিতে অনেক পরিবর্তন করেছি যাতে ইচ্ছামত কেউ মামলা করতে পারবেন না। দেওয়ানী কার্যবিধিতেও অনেক পরিবর্তন করছি। এখন থেকে কেউ ফৌজদারি আদালতের বিচারক ফৌজদারি আদালতেই করবে এবং দেওয়ানী আদালতের বিচারক দেওয়ানী আদালতেই করবে। সরকারি ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের সাক্ষ্য অনলাইনে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের লক্ষ্য বিচার নিতে মানুষকে যে ভোগান্তি পোহাতে হয়, সেটা যেন হ্রাস পায়, এর ব্যবস্থা করা।
তিনি আরও বলেন, নিম্ন আদালত সংস্কার করব, কিন্তু উচ্চ আদালত আগের মতো থাকলে লাভ হবে না। এতে বিচারপ্রত্যাশীরা লাভবান হবেন না। যেমন আছিয়া হত্যার পর আমরা নিন্ম আদালতের বিচার প্রক্রিয়া সংক্ষিপ্ত করেছি কিন্তু উচ্চ আদালতে গিয়ে এই মামলা ঝুলে থাকবে। আমরা যতদিন আছি সংস্কারের কাজ করব। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা বিচার ব্যবস্থাকে আগের চেয়ে অনেক সুন্দরভাবে সাজাতে পারব।
আপনেরা যদি চান তাহলে আমরা চেষ্টা করবো জেলা জজ কোর্ট এর সাথেই সিজিএম কোর্ট করবো বলেও নারায়ণগঞ্জ আইনজীবিদের আশ্বাস দেন তিনি।
ই-বেইলবন্ড উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ কালিবাজার পুরাতন কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা কারা অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, এড. সাখাওয়াত হোসেন খান, এড. আব্দুল বারি ভূঁইয়া, এড. সরকার হুমায়ুন কোবির, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. আনোয়ার প্রধান। এ ছাড়া নারায়ণগঞ্জ আদালতপাড়া বিচারক ও আইনজীবীরা।