
মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১০৮ টি হারানো মোবাইলসহ বিকাশ ও নগদের প্রতারণা করে নিয়ে যাওয়া ৩ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর ) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা পুলিশ লাইন্সে উদ্ধার হওয়া উক্ত মোবাইল ও নগদ টাকা মালিকের কাছে হস্তান্তর করেন।
গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস-২০২৫ পর্যন্ত উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ ও নগদের ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করেন সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। উদ্ধার হওয়া মোবাইলের আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও ২০ জন ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে থেকে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বিকাশ ও নগদের প্রতারণা করে নিয়ে যাওয়া ৩ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরু করার পর ১৫৪৯ টি মোবাইল ফোন উদ্ধার করে স্ব স্ব মালিকের কাছে হস্তান্তর করেছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরার সকল থানা থেকে মোবাইল হারানো ২২৫ টি জিডির মধ্যে উদ্ধারকৃত মোবাইলের সংখ্যা ১০৮ টি। আর ২০ জন ভুক্তভোগীর বিকাশ ও নগদের টাকা উদ্ধার করা হয়েছে ৩ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা। এছাড়াও সাতক্ষীরা সাইবার ক্রাইম সেল ভিকটিম উদ্ধার এবং সাতক্ষীরা জেলার সকল খানার ভিকটিম ও আসামি গ্রেফতারে সহযোগিতা দিতে কাজ করে যাচ্ছে।