
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার বেতনা- মরিচ্চাপ অববাহিকার স্টেকহোল্ডারদের সাথে খসড়া কমিউনিটি বেইজড টিআরএম পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তালা উপজেলা উত্তরন অফিসের আইডিআরটি হলরুমে এই সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা উত্তরন।
সভায় সভাপতিত্ব করেন উত্তরনের পরিচালক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা–১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা টিম সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সেক্রেটারি অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং সিনিয়র সহ–সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও কৃষকরা এখনো ন্যায্য ক্ষতিপূরণ পাননি। ফলে ভবিষ্যতে টিআরএম বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা ও অসন্তোষ তৈরি হচ্ছে। তারা আরও বলেন, টিআরএম প্রকল্প সম্পর্কে জনগণকে যথাযথভাবে অবহিত না করায় প্রকল্প বাস্তবায়নকারীদের সঙ্গে স্থানীয় জনগণের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা বলেন, “দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়নের বিকল্প নেই। তবে এজন্য জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে এবং প্রকল্পের সুবিধা–অসুবিধা সম্পর্কে তাদেরকে সহজ ভাষায় জানাতে হবে।”
জামায়াত নেতা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “আমরা ক্ষমতায় গেলে রাজনৈতিক দল–মত, ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধানে কাজ করব। উত্তোরনসহ যারা এ উদ্যোগে কাজ করবে, আমরা তাদের সার্বিক সহযোগিতা করব।”
বিএনপি নেতা অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, “বিগত সরকারগুলো জনগণের অধিকার থেকে বঞ্চিত করেছে। ভবিষ্যতে যে সরকারই আসুক, তাদের অবশ্যই এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
আলোচনায় অংশগ্রহণকারীরা পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ২২০০ পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।
বক্তারা সর্বসম্মতিক্রমে বলেন, “টিআরএম ছাড়া এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের কোনো বিকল্প নেই।”
উত্তোরন আয়োজিত এই আলোচনা সভা বেতনা–মরিচ্চাপ অববাহিকায় টেকসই সমাধান খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।