
অদ্য ২৫ সেপ্টেম্বর তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উলুকান্দা গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকোভারী প্রজেক্ট” এর অর্থায়নে উলুকান্দী পূর্বপাড়া সুরুজ মিয়ার বাড়ি হতে সদাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আর সি সি রাস্তা নির্মাণ,রামচন্দ্রদী বাজার হতে মুরাদপুর জামে মসজিদ পর্যন্ত পাকার রাস্তার উভয় পাশে সৌন্দর্যবর্ধন ও গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় ২০০ বৃক্ষরোপণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে অফিসার্স ক্লাব নির্মাণের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক গোপালদি পৌরসভা পরিদর্শন করে পৌরসভার সেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে তিনি বিশ্বনন্দী গ্রামে উদ্ধারকৃত ২৩ একর জমিতে প্রস্তাবিত ইকো পার্কের নিমার্ণ কাজের শুভ উদ্বোধন করেন।
তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন করে প্রতিমা তৈরি ও সামগ্রিক খোঁজ-খবর নেন এবং উৎসবমুখর পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠুভাবে দর্শকেরা যাতে পূজা উদযাপন করতে পারে সে ব্যাপারে মন্দির কমিটিকে দিক-নির্দেশনা প্রদান করেন।
এরপর জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আড়াইহাজারের ৩৫ টি মন্দিরে ৫০০ কেজি করে চাল, উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ৫০০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়া আধুনিক ও উন্নত প্রযুক্তির এই যুগে পৌরসভার বিদ্যালয়গুলোর মাঝে অনুষ্ঠিত তথ্য প্রযুক্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। সর্বশেষ জেলা প্রশাসক ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।