
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬আগস্ট) বাদ আছর শহরের দেওভোগ আখঁরা অবস্থিত জান্নাত কমিউনিটি সেন্টারে জেলা ও সদর উপজেলা বিএনপি, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন ইউনিটের সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম রবি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন।
প্রধান অতিথি বক্তব্য মনিরুল ইসলাম রবি বলেন, জাকির খান কে, জাকির খান একটা ব্র্যান্ড, তার উপর আল্লাহ তায়ালার রহমত আছে, ইনশাআল্লাহ আগামী ১লা সেপ্টাম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নেতৃত্বে স্বরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য আমাদের সকলকে সমাগম করে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর,সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন, তারাবো পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিক চৌধুরী,সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মোঃ এরশাদ,কাশিপুর ইউনয়ন বিএনপি নেতা ফরিদ আহমেদ, প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নীট এসোসিয়েশনের নবনির্বাচিত ডাইরেক্টর জাকির হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন খান, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ এম হোসেন, নাসিক ১৪ ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ সোহেল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ পারভেজ আলম, নারায়ণগঞ্জ সদর থানা জিসাসের যুগ্ম সম্পাদক সনেট আলমেদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিংরাজ খান, সদর থানা যুবদলের নেতা রয়েল আহমেদ,মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ইলফান ভুইয়া, নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম ভুইয়াসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।