
ঠাকুরগাঁওয়ে পুলিশকে মারধরের পর এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ মে) রাতে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, ছিনতাই হওয়া আসামি শাহজাহান আলী (৪৮) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আরাজী পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। শাহজাহান আলীর বিরুদ্ধে মাদক, চিটিংবাজিসহ ১৪টি মামলা রয়েছে। বুধবার ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চার পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে আসামি শাহজাহান আলীকে ধরতে অভিযান চালায়। এসময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষমও হয় পুলিশ। তবে হঠাৎ আশপাশ থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে পুলিশের হাত থেকে আটককৃত শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়। আসামি ছিনতাই করার সময় অভিযানে অংশ নেয়া চার পুলিশ তাদের বাধা দিলে মারধরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনার পর পুলিশ সদস্যদের উদ্ধারে থানায় খরব দেয়া হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তারা আরও জানান, আসামি শাহজাহানকে যারা ছাড়িয়ে নিতে এসেছিল তারা সকলেই একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। রাজনৈতিক দলের এক নেতার নির্দেশেই শাহজাহানকে ছিনতাই করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যেতে পারত না। গতকালের ঘটনায় পুলিশের পক্ষে থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। আর শাহজাহান আলীকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও পুলিশ আগের চেয়ে এখন স্ট্রং। আসামিরা যত বড় ক্ষমতাধর হউক না কেন ছাড় দেয়া হবে না। আসামি ছিনতাইয়ের ঘটনায় যে ব্যক্তিরা জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।