
রাজধানীর খিলগাঁও থানাধীন সিপাইবাগ ভূইয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে মো. রাজন ইসলাম দীপু (২৫) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (৩ মে)দুপুরে দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
নিহত রাজনের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা এলাকায়। তার বাবার নাম মৃত সিরাজ মিয়া।বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ ভূঁইয়া পাড়া দুই নম্বর রোডের হাজী গলির নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।
নিহতের ভাই কামরুল ইসলাম জানান, তার ভাই নিরাপত্তাকর্মী হিসাবে কর্মরত ছিল। তার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার (১ মে) ওই মেয়ের সঙ্গে দেখা করতে যায়। তারপর আর বাসায় ফেরেনি। ফোন দিলেও পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে শুক্রবার খিলগাঁও থানায় জিডি করা হয়। সকালের দিকে মরদেহ উদ্ধারের খবর পান তিনি। তার ভাইকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্র মোহন রায় জানান, সকাল ১১টার দিকে খবর পেয়ে খিলগাঁও সিপাইবাগ ভূইয়াপাড়া ২ নং রোডের হাজী গলি নির্মাণাধীন ভবনের লিফটের বেজমেন্টের খালি জায়গার পানি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান,নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন, গলায় দাগ ও চোখে কালো দাগ রয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।