
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার্থীদের ফলাফল, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্যামনগর সরকারি মহসিন কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুর রহমান তৃতীয়বারের মতো সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, শ্যামনগর সরকারি মহসিন কলেজ শাখার পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম, শ্যামনগর কলেজ শাখার সভাপতি আসাদুল্লাহ সাইফী, সেক্রেটারি আবু রায়হানসহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

