
ভোলার বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। টানা অভিযানের মাধ্যমে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতলী ঘাট সংলগ্ন নৌ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বোরহানউদ্দিন থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় একটি জেলে নৌকায় অতর্কিত হামলা চালায় অজ্ঞাতনামা কয়েকজন জলদস্যু। এ সময় তারা চার জেলেকে অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে তাঁদের মুক্তিপণ দাবি করে।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা, পিপিএম-এর নেতৃত্বে মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির একটি দল নিরবচ্ছিন্ন উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে মঙ্গলবার সকালে অপহৃত চার জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন— মো. মহিউদ্দিন মাতব্বর (৪০), পিতা মৃত সিদ্দিক মাতব্বর, জয়া গ্রাম, গঈাপুর ইউনিয়ন, বোরহানউদ্দিন; মো. সবুজ (২২), পিতা মো. দ্বীন ইসলাম, দালালপুর গ্রাম, টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড; মো. বজলু মাঝি (৩৮), পিতা মো. মোতাহার, দালালপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ড এবং মো. শরীফ (৩০), পিতা মো. কামাল মাঝি, দালালপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ড। সবাই বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।
বোরহানউদ্দিন মির্জাকালু নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর সনাতন চন্দ্র সরকার গণমাধ্যমকে জানান উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত জলদস্যুদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এদিকে নৌ পুলিশের এই অভিযানে স্থানীয় জেলেরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, নদীপথে নিয়মিত টহল ও অভিযান জোরদার হলে জলদস্যুতা অনেকাংশে কমে আসবে।

