
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, জনগণের অংশগ্রহণমূলক ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বিশেষ অপরাধ সভায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জেলার সকল অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যাশার কথা উল্লেখ করে ডিআইজি বলেন, পুলিশ বাহিনী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।
পরে ডিআইজি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্স সদস্যরা তাদের সামষ্টিক সমস্যা উপস্থাপন করেন। ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশ দেন এবং কিছু বিষয় পুলিশপ্রধানকে অবহিত করবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

