আজ
|| ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
বিপিএলে ফিক্সিং প্রতিরোধে থাকছে সিআইডি
প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর, ২০২৫
সবশেষ বিপিএলে ফিক্সিংয়ে সন্দেহভাজনের তালিকায় থাকার কারণে এবারের নিলাম থেকে বাদ পড়েন কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনও আছেন। এবারের বিপিএল ফিক্সিং মুক্ত রাখতে নতুন এক পদক্ষেপ নিয়েছে বিসিবি।
এবারের আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্য নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এজন্য সিআইডির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে বলেছেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। রোববার (৩০ নভেম্বর) বিপিএলের নিলাম শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
সাখাওয়াত বলেন, ‘খেলার ইন্টেগ্রিটির জন্য আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি। আমাদের ইন্টেগ্রিটি দল তো থাকবেই, বাংলাদেশ পুলিশের যে সিআইডি বিভাগ আছে, তাদের সঙ্গে একটা এমওইউ করছি। সিআইডির দুজন অফিসার- একজন পোশাকধারী, অন্যজন সাদা পোশাকে প্রতিটি দলের সঙ্গে থাকবেন।’
ফিক্সিং প্রতিরোধে সিআইডির সক্ষমতা নিয়ে তিনি বলেন, ‘সিআইডি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে (উন্নত) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাদের কাছে আধুনিক সব প্রযুক্তি আছে। এমনকি হোয়াটসঅ্যাপের কথাও তারা দেখতে পারে। তাদের সব ধরনের যন্ত্রপাতি মজুদ আছে। ফলে আমরা সরকারের সঙ্গে (কাজ করতে) যাচ্ছি। আর এখানে আমাদের স্বচ্ছতা ও খেলার স্বচ্ছতা। পাশাপাশি আপনাদের এটাও বোঝানো যে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.