নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাগিনা জোহা রোডে এস.ও মেঘনা ডিপো টার্মিনালে স্বাদ রেস্তোরাঁ শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। সোমবার (০১ ডিসেম্বর) বাদ আসর এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মিলাদ মাহফিলের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
রেস্তোরাঁর পরিচালক রমজান হোসেন রকি জানান, গ্রাহকদের উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা খোলা থাকবে, যাতে যেকোনো সময় গ্রাহকরা খাবার উপভোগ করতে পারেন। ভিন্ন আঙ্গিকে প্রাকৃতিক খোলামেলা পরিবেশে টাটকা, মানসম্মত ও স্বাস্থ্যকর বাংলা খাবার পরিবেশনই আমাদের লক্ষ্য। ভোক্তাদের মাঝে উন্নত মানের দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দিতে স্বাদ রেস্তোরাঁ চালু করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com