পুরুষ ও নারী ফুটবলারদের বেতনবৈষম্য কেন অবৈধ নয়— জানতে চেয়ে রুল জারি
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫
পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, নারী ফুটবলারদের বেতন ভাতার বৈষম্য চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান।
আইনজীবীরা বলেন, পুরুষ ফুটবলার বছরে ৫০ থেকে ৬০ লাখ স্যালারি পান। অথচ নারী ফুটবলার পান বছরে ৬ থেকে ৭ লাখ টাকা। তাও নারী ফুটবলারদের নিয়মিত স্যালারি দেয়া হয় না। নেই কোনো আবাসন সুবিধা। নারী ফুটবলারদের নিয়মিত লীগ আয়োজন করা হয় না। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সেই টাকা এখনও দেয়া হয়নি বলেও জানান তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com