
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের ঘোনা, বৈকারী, কুশখালী, বাঁশদহা, আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়নের ধানের শীষের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজ মাঠে কুশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি বিএম আব্দুর রাইহানের সভাপতিত্বে নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসীম কুমার মন্ডল প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেক কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল যুবদল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান।

