আজ
|| ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
গাজীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, পরিচালক গ্রেফতার”
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের প্রলোভন দেখিয়ে এক নারী মডেলকে রাস রিসোর্টে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পরিচালক ও অজ্ঞাতনামাসহ শ্রীপুর থানায় মামলা হয়। এ ঘটনায় নাটকের পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরা বটতলা এলাকা থেকে গাজীপুর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হাসমত উল্লাহ।
তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই পরিচালক নাসিরুদ্দিন মাসুদ পলাতক ছিলেন। ভুক্তভোগী মডেলের করা ধর্ষণ মামলায় আজ উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় আশা করছি পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।’
এদিকে ভুক্তভোগী মডেল গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে বলেন, ঘটনায় জড়িত অন্য দুই আসামিদেরও গ্রেফতার করা হলে আরও স্বস্তি পেতেন। তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা নিয়মিত তাকে মামলা তুলে নিতে মোবাইলে হুমকি দিয়ে আসছে। তিনি ন্যায়বিচারের প্রত্যাশা করেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ওই নারী মডেল।
মামলায় মো. নাসিরুদ্দিন (৩৫) ও মো. আনোয়ার হোহেন (বাবর) (৩২) নামের দুইজনকে আসামি এবং আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে মামলার দুইদিন পর ভুক্তভোগী নারী অজ্ঞাত ব্যক্তির ছবি দেখে পরিচয় শনাক্ত করেন; তার নাম আবুল হাসেন, তিনি স্থানীয় মৃত মোহাম্মদ আলীর ছেলে তার বাড়ি রাস রিসোর্টের সাথে এবং রিসোর্ট দেখাশোনার দায়িত্ব পালন করতেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ওই নারী পেশায় মডেল। তাকে জানানো হয়, নাছির নাটকের পরিচালক এবং আনোয়ার হোসেন (বাবর) তার সহকারী। নাটকের শুটিংয়ের কথা বলে গত ২১ সেপ্টেম্বর রাতে মিরপুর থেকে তাকে শ্রীপুরের ওই রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে একটি কক্ষে আটকে রেখে নাছির, আনোয়ার হোসেন (বাবর) ও অপর ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা তার আইফোন কেড়ে নেয়, যার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.