আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল মোটরসাইকেল শোডাউন।
সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে যাত্রা শুরু করে শোডাউনটি সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগরদাড়ি ইউনিয়নে শেষ হয়।
হাজারো মোটরসাইকেল, জাতীয় পতাকা, ব্যানার–ফেস্টুন ও দলীয় পতাকায় শোভিত এ মহড়ায় বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থক অংশ নেন। পথের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় লোকজন হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মহড়া শেষে আবদুল খালেক বলেন,“সৎ লোকের শাসন ও আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে পাঁচ বছরের মধ্যেই সাতক্ষীরা হবে নৈতিক ও উন্নত জেলা”।

এ কর্মসূচিতে জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি ওমর ফারুক, শহর শাখার আমির জাহিদুল ইসলাম, সদর থানার আমির মোফারফ হোসেন, সেক্রেটারি হাবিবুর রহমান, শহর শাখার সেক্রেটারি খোরশেদ আলম ও শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version