
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমিকম্পে পিরোজপুর ইউনিয়নের পরিষদের পাশে দ্বীন ইসলামের প্লাস্টিক গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৪২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় গোডাউনের প্রায় সকল প্রকার মালপত্র পুড়ে যায়। এদিকে মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় দেয়াল চাপায় রাকেশ রায় (৩২) নামের এক যুবক আহত হয়েছে। সে ওই যাদব রায়ের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ভূমিকম্প অনুভূত হওয়ার পর মারুফ হোসেন (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়। আহত ওই ছাত্রকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত মারুফ উলুকান্দি মাদ্রাসার ছাত্র এবং ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান,খবর পেয়ে পিরোজপুর এলাকায় গিয়ে একটি প্লাস্টিকের গোডাউনের আগুন ৪২ মিনিট চেষ্টার পর নিয়ন্ত্রনে আনা হয়।

