কুমিল্লার তিতাসে বিয়ে করে কনে নিয়ে বাড়ি ফেরার পথে নবদম্পতির খোয়া যাওয়া লাগেজ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে কনের পক্ষ থেকে বর এসে লাগেজটি বুঝে নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলচর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ সজল বুধবার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে জিয়ারকান্দি গুলবাগের সোহেল মিয়ার মেয়ে মারিয়াকে বিয়ে করে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে অসাবধানতাবশত সিএনজিচালিত অটোরিকশায় থাকা তাদের বিয়ের গুরুত্বপূর্ণ মালামাল ভর্তি লাগেজটি খোয়া যায়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ কালের কণ্ঠকে বলেন, রাতে টহলকালে দেখতে পাই একটি সিএনজি দ্রুতবেগে চলে যাচ্ছে। লাইট দিয়ে থামার সিগন্যাল দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে আমরা পুলিশের গাড়ি দিয়ে ধাওয়া করে কড়িকান্দি বাজার পেরিয়ে গাজীপুর এলাকায় গিয়ে তাকে থামাই।
তিনি আরো বলেন, গাড়ি থামানোর পর দেখি পেছনে একটি লাগেজ রয়েছে, কিন্তু কোনো যাত্রী নেই।
জিজ্ঞাসাবাদে চালক জানায়, হয়ত কোনো যাত্রী ভুলে ফেলে গেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা যাত্রী তোলার স্থানগুলোতে তদন্ত করি। এক পর্যায়ে নিশ্চিত হই, লাগেজটি এক নবদম্পতির।
ওসি জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর নবদম্পতিকে সংবাদ দেওয়া হয়।
পরে বুধবার রাত ৯টার দিকে কনের পক্ষ থেকে বর সজল থানায় এসে বিয়ের লাগেজটি বুঝে নেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com