সোনারগাঁয়ে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর শনিবার উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮টি কিন্ডারগার্টেন এর নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২১১ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি পরীক্ষার ২০৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৪জন শিক্ষার্থী অনুপস্থিত। বাংলা, ইংলিশ,গনিত এ তিনটি বিষয়ে সকাল ১০ টা থেকে শুরু ১ পর্যন্ত ৩ ঘন্টার পরিক্ষার পূর্ণমান ১০০ নম্বর। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরীক্ষায় অংশ করে,সিদ্দিকুর রহমান ইংলিশ একাডেমী স্কুল,কাজী আদর্শ কিন্ডারগার্টেন,কলতাপাড়া আনন্দ পাঠশালা,নলেজ প্রুফ কিন্ডার গার্টেন স্কুল,নানাখী মডেল কিন্ডারগার্টেন স্কুল,বস্তাল আদর্শ কিন্ডারগার্টেন স্কুল,ফুলকলি কিন্ডারগার্টেন স্কুল,কলতাপাড়া বিদ্যাপীঠ। সারা বাংলাদেশের ন্যায় মহজমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিশু শিক্ষার্থীরা আনন্দ মুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এসময় মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো,শাহাজদ্দিন মিয়ার উপস্থিতিতে বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সিদ্দিকুর রহমান ইংলিশ একাডেমির প্রধান শিক্ষক মো.রুবেল ভুইঁয়া।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com